Business Care News

News That Matters

ভারতের কাশ্মীরে জি২০ বৈঠকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে চীন

ভারতের কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলে অনুষ্ঠিতব্য আসন্ন জি২০ পর্যটন বৈঠকে অংশ নেবে না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে এ অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতের নিন্দা করেছে চীন ও পাকিস্তান উভয়েই ।

entrepreneurship-training-program-banner

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বলেছেন, বেইজিং বিতর্কিত ভূখণ্ডে যে কোনো ধরনের জি২০ সভা আয়োজনের ঘোর বিরোধী এবং এ ধরনের বৈঠকে অংশ নেবে না।

নয়াদিল্লি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এটিকে একটি ফেডারেল অঞ্চলে রূপান্তর করেছে ২০১৯ সালে । ভারত জম্মু-কাশ্মীর এবং লাদাখ নিয়ে দুটি ফেডারেল অঞ্চল তৈরি করেছে । তবে চীনের নিয়ন্ত্রণে লাদাখের একটা বড় অংশ।

ভারত ও পাকিস্তান এই অঞ্চলকে সম্পূর্ণরূপে নিজেদের দাবি করলেও শুধু এর কিছু অংশ শাসন করে। ১৯৪৭ সালে ভারত ভাগের পর কাশ্মীর নিয়ে দুই দেশ তিনটি যুদ্ধ করেছে।

ভারত এ বছর জি২০-এর সভাপতি। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনের জন্য ভারতজুড়ে একাধিক বৈঠকের আয়োজন করেছে সরকার।

বিসিএন -নিউজ ডেস্ক

Skip to content