Business Care News

Business News That Matters

Women brick worker

Photo by unsplash

জিডিপিতে আসবে নারীর মজুরিবিহীন কাজের হিসাব

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নারীর মজুরিবিহীন কাজের হিসাব মোট দেশজ উৎপাদনে (জিডিপি) যুক্ত করা হবে। প্রধানমন্ত্রী তিন–চার মাস আগে এ বিষয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী নারীর মজুরিবিহীন কাজের হিসাবের খসড়া তৈরি করা হয়েছে। তাতে বেশ ইতিবাচক ফল পাওয়া গেছে। শিগগিরই এ হিসাব আনুষ্ঠানিকভাবে জিডিপিতে যুক্ত করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের লেখা সহজ কথায় অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। গতকাল সোমবার রাজধানীতে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে এ অনুষ্ঠান হয়।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘নারীর মজুরি নিয়ে গবেষণার জন্য এ বছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের দেশেও নারীর মজুরিবিহীন কাজের হিসাব মূল ধারায় (জিডিপিতে) আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ’অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, ‘যেকোনো সংকটে অর্থনৈতিক বিষয়গুলো বুঝে সিদ্ধান্ত নিলে ক্ষতি কম থাকে। যেমন বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হয়েছে, তাতে জ্বালানি তেলের দাম বাড়ছে। আমাদের দেশেও এর প্রভাব পড়তে পারে। ফলে আগামী কয়েক মাস পারিবারিক খরচে যাঁরা বিষয়টি মাথায় রাখবেন, তাঁরা এগিয়ে থাকবেন। ’বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক ও আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মো. সহিদ উল্লাহবাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের লেখা ‘সহজ কথায় অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (বাঁ থেকে চতুর্থ), সাবেক গভর্নর আতিউর রহমান (ডান থেকে

Skip to content