Business Care News

News That Matters

woman, sad, portrait

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১০৫: ভাই-ভাবীর কঠিন কথা ও অসহ্য ব্যবহার

প্রশ্নঃ আমার ভাই-ভাবী মাঝে মাঝে আমার সাথে কঠিন কথা ও ব্যবহার করে যা আমি সহ্য করতে পারি না। ভীষণ মানসিক অশান্তিতে ভুগি আর কাঁদি। আর জেদে আমি সেন্সলেস হয়ে যাই। পড়তেও পারি না। সামনের মাসে ডিগ্রি ফাইনাল পরীক্ষা। এই অবস্থায় নিজেকে কীভাবে শক্ত এবং স্বাভাবিক রাখবো?


উত্তরঃ সমস্যা তো ভাই-ভাবির না, সমস্যা আপনার। এখনো রি-একটিভ দৃষ্টিভঙ্গি ধারণ করছেন। ভাই-ভাবি মাঝে মাঝে কঠিন কথা ও ব্যবহার করলে সহ্য করতে পারছেন না, কান্নাকাটি করছেন, জেদে সেন্সলেস হয়ে যাচ্ছেন। ভাই-ভাবী তো বটেই স্বামী-স্ত্রীও তো মাঝে মাঝে কঠিন কথা বলে, খারাপ ব্যবহার করে। তাতে আমি কেন অশান্ত হব? অস্থির হব? না শুনলেই তো হল।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content