Business Care News

News That Matters

depression, mental health, concept

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১০৭: স্ত্রী যখন মানসিকভাবে অসুস্থ

প্রশ্নঃ স্বামী অসুস্থ হলে সেটা প্রতিকারের জন্যে অনেক কিছু করা হয়। কিন্তু স্ত্রী যখন অসুস্থ হয়, বিশেষত যখন মানসিকভাবে, তখন সেটাকে তারা সহজভাবে না দেখে এমন ব্যবহার করে, যেটা ঠিক নয়। এ-ছাড়াও এটাকে তারা অন্যভাবে প্রয়োগ করে স্ত্রীকে দমিয়ে রাখে, যেন সে ভালো হতে না পারে। প্রতিকারের উপায় কী?


উত্তরঃ স্ত্রী মানসিকভাবে অসুস্থ হলে তার চিকিৎসার জন্যে যা যা করা দরকার, তার সবই করতে হবে। এটাই মানবিকতার দাবি এবং দাম্পত্য সম্পর্কের দাবি। যদি কেউ এটি না করেন, তবে তা অবশ্যই অন্যায়।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content