Business Care News

Business News That Matters

sister, family, happy

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১০৮: অবাধ্য ছোট বোনকে শাসন

প্রশ্নঃ আমার ছোট বোন খুবই অবাধ্য। কোনো কথা শুনতে রাজি হয় না। সে একাদশ শ্রেণিতে পড়ে। ও নিজের মতো চলতে চায়। মাঝে মাঝে আমি অনেক রেগে যাই, ফলে বকাঝকা ও মারধর করি। আমার বোনটিকে কি এভাবেই চলতে দেবো? মাঝে মাঝে আমাদের পরিবারের সবাই ওর সাথে খারাপ ব্যবহার করে থাকি, ওর আচরণের জন্যে।


উত্তরঃ বুঝিয়ে, মমতা দিয়ে আচরণ পরিবর্তন করতে হবে। একাদশ শ্রেণিতে পড়া একটি মেয়ের গায়ে হাত তোলা মোটেই ঠিক হয় নি। যে-কোনো বয়সেই গায়ে হাত তুলে শাস্তি দেয়া বা আচরণ পরিবর্তনের চেষ্টা করাটা অর্থহীন। এতে কোনো লাভ হয় না। বরং যে শাস্তি পেল, তার মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে। আপনারা তাকে বোঝাতে পারছেন না, কারণ যে ভাষায় বা যেভাবে বললে তাকে কথা শোনাতে পারতেন, সেভাবে বলা হচ্ছে না।

এখন থেকে দিনে দুবেলা তাকে কমান্ড সেন্টারে নিয়ে আসুন। তাকে যে কত ভালবাসেন, এটা বলুন। আপনার মমতাকে উজাড় করে দিয়ে তাকে বোঝান। আর কখনো মারধর করবেন না। কোনো মেয়ের গায়ে হাত তোলা কাপুরুষোচিত। দুর্বলের গায়ে যে-কেউ হাত তুলতে পারে। এর মধ্যে কোনো বীরত্ব নাই। সবসময় মমতা দিয়ে তাকে বোঝাবেন। আপনি যদি আন্তরিক হন, আপনি বোঝাতে পারবেন।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content