প্রশ্নঃ বিয়ের সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছি। আমার বয়স ৩১ বছর ১০ মাস। বিজ্ঞজনেরা কম বয়সী মেয়ে বিয়ে করতে নিষেধ করছে। কিন্তু আমার পছন্দ ১৯-২০ বছরের মেয়ে। দয়া করে বলবেন কি আমার কী করা উচিত?
উত্তরঃ আপনার বয়স ৩১ বছর ১০ মাস। আর আপনি আপনার চেয়ে ১০/ ১২ বছরের কম বয়সী মেয়ে বিয়ে করতে চান। ব্যবধানটা একটু বেশিই মনে হচ্ছে না? আসলে বর-কনের বয়সের স্বাভাবিক ব্যবধান হওয়া উচিত পাঁচ-ছয়-সাত। এর বেশি ব্যবধান না হওয়া ভালো। আপনি সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন, কারণ আপনি ১৯-২০ খুঁজছেন। আপনি ২২-২৫ খুঁজতে থাকুন, তাহলে আপনার টেনশন কমবে।
তবে আসল গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক বোঝাপড়া। সেটা যদি থাকে তাহলে ব্যবধান ২০ বছর হলেও দাম্পত্য জীবন সুখের হতে পারে। আর সেটা না হলে ব্যবধান পাঁচ বা চার বছর হলেও কোনো লাভ নেই।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড