
প্রশ্নঃ মনে হয় আমাদের সব সমস্যার সমাধান অটোসাজেশন আর ধ্যানে সম্ভব, আসলে ব্যাপারটা কি এত সহজ?
উত্তরঃ আসলে ব্যাপারটা এতই সহজ। আসুন। চর্চা করুন। আপনি নিজেও একমত হবেন। কারণ যখন অটোসাজেশন দেবেন, ভেতরের শক্তি জাগ্রত হবে। যখন মেডিটেশন করবেন—মন প্রশান্ত হবে, মস্তিষ্ককে বেশি পরিমাণে ব্যবহার করতে পারবেন। মানুষ তার সকল জৈবিক সীমাবদ্ধতা ও সমস্যার সমাধান করেছে মস্তিষ্ককে ব্যবহার করে, ঠান্ডা মাথায় নিরলস পরিশ্রম করে।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড