প্রশ্নঃ আমাদের জীবন দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। রাস্তায় নামলেই জ্যাম, সময় নষ্ট। চারদিকে মানুষের শঠতা, অসদাচরণ, মাঝে মাঝেই হতাশা চলে আসে, এই সময়টাতে কী করা উচিত?
উত্তরঃ যা করা উচিত তা-ই আমরা করছি। এই যে চারদিকে সমস্যা, এ সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যে আমরা আমাদের মস্তিষ্ককে ঠান্ডা মাথায় ব্যবহার করতে শিখছি। নিঃসন্দেহে আমাদের জীবনে সমস্যা এখন আগের চেয়ে অনেক কম। কারণ, আমরা জানি সমস্যাকে কীভাবে মোকাবেলা করতে হয়—তা শারীরিক-মানসিক যে-কোনো সমস্যাই হোক। সমস্যা সৃষ্টিই হয় নেতিবাচক চিন্তা দিয়ে। নেতিবাচক চিন্তা সমস্যাকে আরো জটিল করে তোলে। যখন আপনি আপনার মস্তিষ্ককে ইতিবাচকভাবে ব্যবহার করছেন তখন আপনার সমস্যা এমনিতেই কমে যাবে। সমস্যা সম্ভাবনায় রূপ নেবে।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড