প্রশ্নঃ আমার স্বামী তার মা-বাবাকে অসম্ভব ভক্তি ও সম্মান করে। মাঝে মাঝে মনে হয়, ওনাদের সামনে সে যেন ক্লাস ফাইভ/ সিক্সের বাচ্চা।
উত্তরঃ খুব ভালো। মা-বাবার সামনে তো আসলে সবাই বাচ্চা। এবং এই বাচ্চা থাকাটা খুব ভালো। মা-বাবাকে ভক্তি ও সম্মান করা, তাদের প্রতি দায়িত্ব পালন করা খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে যে, আপনি এতে বিরক্ত। এতে আপনার আনন্দিত হওয়া উচিত। আপনিও তাদের সামনে ক্লাস ফোরের বাচ্চা হয়ে যান। আপনিও তাদের সাথে ভালো ব্যবহার করুন। খোঁজখবর নিন। যে-কোনো ভালো কাজে যাওয়ার আগে তাদের দোয়া নিন। এতে আপনাদের পারিবারিক প্রশান্তি আরো বাড়বে।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড