প্রশ্নঃ আমি কোনো কাজের আগে খুব ভালো পরিকল্পনা করতে পারি এবং কাজ শুরু করি। কিন্তু সেই কাজ শেষ করতে পারি না। নানা কারণে তা পরিপূর্ণভাবে শেষ করা হয় না। আমি এই সমস্যা থেকে মুক্তি চাই।
উত্তরঃ এটিও আমাদের একটা মৌলিক সমস্যা। শুরুতে আমাদের উৎসাহের কোনো অভাব হয় না। কিন্তু পরে আর আমরা ধারাবাহিকতা রাখতে পারি না। একদিন, দুইদিন, তিনদিন—কাজ করার পরে আবার আলস্য সৃষ্টি হয়। কিন্তু বুদ্ধিমান মানুষ কাজ শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকে। অতএব এ ব্যাপারে সচেতন থাকবেন। প্রয়োজনে নিজের জন্যে শাস্তির ব্যবস্থা করবেন। মনছবির সাথে একাত্মতা বাড়াবেন। যত মনছবির সাথে সম্পৃক্ত থাকবেন তত ধারাবাহিকতা রক্ষা করা সহজ হবে। আর একান্তই যদি ছেদ পড়ে যায় তাহলে আবার শুরু করুন। শিশু যখন হাঁটার চেষ্টা করে, সে বার বার পড়ে যায়। কিন্তু যতদিন পর্যন্ত সে হাঁটতে না পারে, সে বার বার উঠে দাঁড়ায়। আপনিও তেমনি বার বার শুরু করতে করতেই এগিয়ে যাবেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড