
প্রশ্নঃ স্বামী উপার্জনক্ষম হলে নাকি মেয়েদের চাকরি করা উচিত না। একজন মেয়ের ক্যারিয়ারের জন্যে পরিবার থেকে দূরে যেতে হলে সে-ক্ষেত্রে মেয়েটির কোন বিষয়টি প্রাধান্য দেয়া উচিত?
উত্তরঃ এভাবে বলাটা কঠিন। এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি পরিবারকে প্রাধান্য দেবেন, না ক্যারিয়ারকে প্রাধান্য দেবেন। উপার্জনের জন্যে চাকরি করা এক কথা আর ক্যারিয়ার গড়া আরেক কথা। যদি ক্যারিয়ারিস্ট হন, তাহলে পরিবার এবং ক্যারিয়ার—দুটোর মধ্যে সমন্বয় করাটা মেয়েদের জন্যে কঠিন।
যদি ক্যারিয়ারকে প্রাধান্য দেন কিন্তু পরিবারকে দেখাশোনা করার জন্যে ভালো ব্যবস্থা করতে না পারেন, তাহলে জীবনের একটা পর্যায়ে এসে আপনি কিন্তু খুব দুঃখিত হবেন। কারণ আমি এ ধরনের দুঃখিত মহিলাদের দেখেছি, যারা অনেক উঁচু পদে চলে গেছেন, অনেক উপার্জন হয়েছে, কিন্তু সন্তান মানুষ হয় নি। অর্থাৎ তার অবস্থানের তুলনায় তার সন্তান যা হওয়া উচিত ছিল, তার কিছুই হয় নি। পরে আফসোস করছেন যে, সারাজীবন তাহলে কী করলাম? অতএব সিদ্ধান্তটা আপনার।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড