Business Care News

News That Matters

office, business, working day

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৭২: মেধাকে সেবায় রূপান্তর

প্রশ্নঃ মেধাকে সেবায় রূপান্তর করার ধারণাটা আমার কাছে পরিষ্কার নয়। বুঝবো কীভাবে যে, মেধা সেবায় রূপান্তরিত হচ্ছে? করবোই বা কীভাবে?


উত্তরঃ আসলে সেবা করা খুব সহজ। ধরুন, আপনি স্ট্যাম্প সংগ্রহ করতে ভালবাসেন। যখন শুধু নিজে সংগ্রহ করছেন তখন এটা আপনার শখ থাকছে। কিন্তু ধরুন, একই ধরনের স্ট্যাম্প আপনার ১০টা আছে। সেগুলোকে আপনি অন্যদের মাঝে বিতরণ করার ব্যবস্থা করলেন এবং বিনিময়ে কিছু অর্থ পেলেন। আপনি সেবা দিলেন এবং তারা আপনার সেবার প্রতিদান দিলো।

এটাই হচ্ছে মেধাকে সেবায় রূপান্তরিত করা—যা প্রাচুর্য আনে। তাই সবসময় খুঁজতে হবে যে, আমার মেধাটা কোথায়, কোন কাজটা আমি ভালো করতে পারি। সেই কাজেই আপনার প্রাচুর্য আসবে। এখন পৃথিবীতে সবাই যদি এমবিএ হয়ে যায়, সবাই যদি ডাক্তার হয়ে যায় তো রোগী কোথায় পাওয়া যাবে? সবাই কোনোদিন এমবিএ হবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। আর তার প্রয়োজনও নেই। কিন্তু সবারই নিজস্ব কিছু মেধা আছে, যা সে অনায়াসে সেবায় রূপান্তরিত করতে পারে।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content