Business Care News

Business News That Matters

teen, boy, sad, emotional

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৭৬: কারো কষ্টের কথা শুনলে মন দুর্বল হয়ে যায়

প্রশ্নঃ কারো কষ্টের কথা শুনলে মন দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে কীভাবে সাবধান হবো?


উত্তরঃ উপায়—আবেগপ্রবণ হয়ে যাবেন না। আর এ সমস্ত ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রতারক খুব বেশি আবেগের আশ্রয় নেয়। কারণ সে জানে, আবেগ দিয়েই মানুষের কোমল অনুভূতিকে সে ব্যবহার করতে পারবে তার কাজে। আর বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতিটা থাকে একটু অস্বাভাবিক। একজন তরুণের অভিজ্ঞতা এরকম—

‘এক শীতের রাত সাড়ে ১০টার দিকে বাসায় আসছিলাম। রাস্তাঘাট খুবই নির্জন। গেটের কাছে আসতেই শুনি গাছের নিচের অন্ধকার থেকে কান্নার আওয়াজ আসছে। ভালো করে তাকিয়ে দেখি প্রায় ষাটোর্ধব বয়সের একজন রিকশাওয়ালা রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, কী হয়েছে? জানাল, আজ সারাদিন রিকশা চালিয়ে সে যা উপার্জন করেছে তার সব ছিনতাই হয়ে গেছে কিছুক্ষণ আগে। আগামীকাল ছেলের স্কুলের বই কিনতে হবে। সে এখন কী করবে? জিজ্ঞেস করলাম, কত টাকা? একটা পরিমাণ বলল। আমি ভাবলাম, এ সামান্য কটি টাকার জন্যে একজন মানুষ এত অসহায় হয়ে পড়েছে! পকেট থেকে পুরো টাকাটা তাকে দিয়ে বাসায় এসে ভাবলাম—যাক, একজন মানুষের জন্যে কিছু করতে পারলাম আজ।

কয়েকদিন পর একই সময়ে যখন বাসায় আসছিলাম, পাশের রোডে দেখি সেই লোক রিকশার সামনে দাঁড়িয়ে একইভাবে কাঁদছে। তখনই বুঝলাম, আমার আবেগকে ব্যবহার করেছে সাহায্যের নামে প্রতারণাকারী এই ব্যক্তি।’

আরেক ভদ্রমহিলার কাহিনী এরকম—‘একবার আমি একটা রিকশায় চড়েছি। কিছুদূর যাওয়ার পর শুরু হলো রিকশাওয়ালার কাহিনী বর্ণনা। গতকাল মিটফোর্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রীর দুটো জমজ বাচ্চা হয়েছে। হাসপাতালের বিল হিসেবে একটা বড় অঙ্কের টাকা তাকে এখন দিতে হবে। সেই সাথে আছে ওষুধ, বাচ্চাদের জামাকাপড়ের খরচ ইত্যাদি। তখন আবার ছিল প্রচন্ড শীতের সময়। বাসায় নামিয়ে খুব করুণভাবে আমার কাছে সাহায্য চাইল। অনেকগুলো প্রেসক্রিপশন দেখাল। আমার খুব খারাপ লাগছিল। ভাবলাম, বিপদের কাছে মানুষ কত অসহায়! তাকে টাকা দিলাম, স্ত্রীর জন্যে শাড়ি দিলাম, বাচ্চাদের কাপড় দিলাম (তখন আমার বাচ্চারাও ছোট ছিল)। রিকশাওয়ালাকে বিদায় করে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই শুনি নিচে আমার দেবর কার সাথে যেন রাগী গলায় কথা বলছে। পরে তার কাছে শুনলাম, এক/ দেড় মাস আগে এই একই রিকশাওয়ালা একই কাহিনী শুনিয়ে আমার দেবরের কাছ থেকেও পকেট উজাড় করে সাহায্য নিয়ে গেছে। তার মানে সে রিকশা চালায় ঠিকই, কিন্তু পাশাপাশি যাত্রীদেরকে বোকা বানিয়ে এভাবে আরো রোজগার করে’।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content