প্রশ্নঃ পড়ালেখায় বার বার রেজাল্ট খারাপ হচ্ছে কিন্তু আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে আমার বন্ধু-বান্ধবরা কেউ ব্যবসায় কেউ চাকরিতে যুক্ত হয়েছে। এক্ষেত্রে আমার কী করা উচিত?
উত্তরঃ আপনার জীবনের লক্ষ্যটা কী এটা গুরুত্বপূর্ণ। লেখাপড়ার ফল এখন খারাপ হচ্ছে। কিন্তু ভালো করে তারপর কী করবেন? এজন্যে আপনার পেশাগত লক্ষ্যটা আপনার কাছে পরিষ্কার থাকা উচিত। তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে, আপনার কী করা উচিত। আর রেজাল্ট খারাপ হলেই যে আপনি জীবনে সফল হতে পারবেন না, তা নয়। অনেক মানুষই আছেন যারা হয়তো একাডেমিক জীবনে ব্যর্থ। কিন্তু জীবনে সফল। সম্প্রতি আমেরিকার ফোর্বস সাময়িকী বিশ্বসেরা ১২৫ ধনীর তালিকা প্রকাশ করেছিলো। মজার ব্যাপার হচ্ছে, এদের ৭৩ জনেরই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এদের মধ্যে বিল গেটস, মাইকেল ডেল, রিচার্ড ব্র্যানসনের মতো বিশ্বসেরা প্রযুক্তিবিদও আছেন।