Business Care News

Business News That Matters

financing, car finance, loan

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ৮৬: কমোডিটি লোনের প্রয়োজনীয়তা!!!

প্রশ্নঃ আমি একটি ব্যাংকে চাকরি করি। আমাদের ব্যাংকে ফ্রিজ কেনার জন্যে চমৎকার কমোডিটি লোনের ব্যবস্থা আছে। আমি কি ঋণ নেবো? গুরুজী, একটা ফ্রিজ আমার খুবই প্রয়োজন।


উত্তরঃ আজকাল ঋণের নতুন সংস্করণ হচ্ছে কমোডিটি লোন-গাড়ি, ফ্রিজ, টিভি কেনার জন্যে ঋণ। আর এর টার্গেট মধ্যবিত্তরা। বড় ব্যাংকগুলো কিন্তু শিল্পপতিদের আর ঋণ দেয় না। কারণ তারা এত ক্ষমতাবান যে, টাকা পরিশোধ না করলেও কিছু করার নেই। ব্যাংক যদি ব্যবস্থা নিতে যায় তো ওরা তাকেই খেয়ে ফেলে। কিন্তু মধ্যবিত্তকে ধরা খুব সহজ। আপনি গাড়ির ঋণ নিয়েছেন-টাকা দেবেন না, আপনার বাসায় লোক চলে যাবে। আশেপাশের লোকজন জড়ো করে আপনাকে গালিগালাজ করে আসবে। আপনার তো প্রেস্টিজ থাকবে না। অতএব সবকিছু বিক্রি করে হলেও আপনাকে ঋণ শোধ করতে হবে। আর আজকে যদি আপনি ঋণ নিয়ে ফ্রিজ কেনেন, কালকে আপনি ঋণ নিয়ে টিভি কিনতে চাইবেন, পরশু কিনতে চাইবেন মোটর সাইকেল। কারণ একবার অভ্যস্ত হয়ে গেলে এই চক্র থেকে বের হওয়া খুব কঠিন। তাই আপনি ফ্রিজ কেনার জন্যে টাকা জমাতে থাকুন। একটু সময় লাগবে, কিন্তু আপনি বাড়তি কোনো দুর্দশায় পড়বেন না।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content