Business Care News

Business News That Matters

to dye, watercolor, colour

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৫৮: ছবি আঁকা কি গুনাহের কাজ?

প্রশ্নঃ ছবি আঁকতে ভালো লাগে-প্রকৃতি, জীবনধারা, জীবজন্তু এ-ছাড়াও নানানরকম কাল্পনিক জীবজন্তু। কয়েকজন মৌলভী বলেন যে, এসব আঁকা গুনাহের কাজ। রোজ হাশরে আমার কাছে এসবের জীবন চাওয়া হবে।


উত্তরঃ আসলে ইসলাম যে জিনিসটাকে নিরুৎসাহিত করেছে সেটা হচ্ছে মূর্তি বানানো। যেহেতু মূর্তি-প্রতিমা পূজার কাজে ব্যবহার করা হয়।

সেজন্যে না করেছে ইসলাম। যে না তুমি মূর্তি বানাবে না প্রতিমা বানাবে না, তাহলে তোমাকে জীবন দিতে বলা হবে।

ভাস্কর্য, শিল্প, ছবি এগুলোর ব্যাপারে সেইভাবে কখনো কিছু বলা হয় নি।

বরং আমরা তো কোরআন শরীফে দেখি যে, দাউদ (আ)-এর প্রাসাদে ভাস্কর্য ছিল!

তো অতএব কী উদ্দেশ্যে আপনি তৈরি করছেন এটা হচ্ছে বিবেচ্য। কারণ ইসলাম আল্লাহর সাথে কাউকে শরিক করতে কঠোরভাবে নিষেধ করে।

সেটা ছাড়া যে-কোনো ছবি আপনি আঁকতে পারেন। এর মধ্যে আমি দোষের কিছু দেখি না।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content