Business Care News

Business News That Matters

student, teacher, studying

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৬৮: ছাত্ররা কীভাবে দান করবে?

প্রশ্নঃ যারা ছাত্র, যাদের আয়ের কোনো উৎস নেই, তারা কীভাবে দান করবে?


উত্তরঃ যদি আর্থিক দান হয়, তাহলে হাতখরচের টাকা থেকে দান করতে হবে। সে যদি দান করে তাহলে এটা তার জন্যে অত্যন্ত কল্যাণকর হবে। নবীজী (স) বলেছেন, একটা খেজুর যদি থাকে তাহলে খেজুরের একটা অংশ হলেও দান কর। আসলে ছাত্র হোক বা যে-ই হোক, এমন কেউ নেই যার হাতখরচ নেই, যে খরচ করে না। প্রত্যেকে খরচ করছে, নিজের আয় না থাকলেও খরচ করছে। অতএব, সেখান থেকে দান করতে হবে।

দুনম্বর হচ্ছে, দান বলতে শুধু অর্থ বোঝায় না। শুধু অর্থ দান করতে হবে তা নয়। একটু শুভকামনা, সুন্দর ব্যবহার, একটা সুপরামর্শ, পথিককে সাহায্য করা কিংবা পথ থেকে কলার খোসা সরিয়ে ফেলা-এ সবই হতে পারে দান। উপার্জনের আগেও আপনি দাতা হতে পারেন এ সেবার মাধ্যমে।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content