Business Care News

Business News That Matters

woman in white button up long sleeve shirt sitting on black couch in lotus position

Photo by Ron Lach on Pexels.com

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব-৬৮ঃ সমস্যা + মেডিটেশন = সমাধান

প্রশ্নঃ মেডিটেশন করে কি আমার সমস্যার সমাধান করতে পারব?


উত্তরঃ নিশ্চয়ই পারবেন। প্রত্যেকটি সমস্যার মধ্যে লুকিয়ে থাকে সমাধানের বীজ-নতুন সম্ভাবনা। সফল ব্যক্তিরা সমস্যার মধ্যে সম্ভাবনাকেই খুঁজে বের করেন। কিন্তু আমরা-সাধারণ মানুষেরা-সমস্যা এলেই টেনশন শুরু করে দেই। সমস্যা নিয়ে চিন্তা করি গামা লেভেলে, উত্তেজিত অবস্থায়। ফলে সমাধানের পথ তো খুঁজে পাই-ই না, বরং সমস্যাকে আরো জটিল করে তুলি।

আসলে সমস্যা নিয়ে চিন্তা করতে হবে আলফা লেভেলে, আত্মনিমগ্ন অবস্থায়। মেডিটেশনে স্থির অবস্থায় ব্রেনকে ব্যবহার করে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের সূত্র আবিষ্কার করেছেন, ব্যবসায়ীরা কঠিন সমস্যার সহজ সমাধান খুঁজে পেয়েছেন। যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের ব্রেন এবং মন স্থির থাকে, সমস্যার ভেতরের সম্ভাবনাকে খুঁজে বের করে আনতে পারেন তারা।

তাই কোয়ান্টামে আমরা বলি, সমস্যা + টেনশন = সংকট।

এবং সমস্যা + মেডিটেশন = সমাধান।

সাধারণ মানুষের সমস্যার সমাধান না হওয়ার কারণ হচ্ছে, সে সমস্যা নিয়েই বেশি ভাবে, সমাধান নিয়ে নয়। নিজেকে সে সমস্যার অংশ করে ফেলে। আর সফল মানুষেরা সমস্যা নিয়ে নয় ভাবেন, এর সমাধান নিয়ে। তারা সমাধান পেয়ে যান। নিয়মিত মেডিটেশন করলেই আপনি সমাধান নিয়ে ভাবতে শিখবেন। সমাধান বেরিয়ে আসবে।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content