Business Care News

News That Matters

ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের শেয়ারদর সর্বোচ্চ পর্যায়ে

যুক্তরাষ্ট্রের কোম্পানি ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের শেয়ারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কোম্পানিটি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কাজে নিয়োজিত। 

ফ্লোরিডা রাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবর প্রকাশিত হওয়ার পর ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের শেয়ারের দাম বেড়ে গেছে। গত সোমবার কোম্পানিটির শেয়ারের দাম গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। প্রায় ৫৫ শতাংশ দাম বেড়ে এই শেয়ারের দাম এখন ৪১ ডলার হয়েছে।

রিপাবলিকান পার্টির নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির ঠিক দুই দিন আগে ডিস্যান্টিস নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। আরেক প্রার্থী নিকি হ্যালির পরিবর্তে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি ককাসের আগে রোববার রাতে ডিস্যান্টিস পদত্যাগের ঘোষণা দেন। একসময় ডিস্যান্টিসকে দলের মনোনয়নের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে তিনি বলেন, তার জয়ের সুস্পষ্ট কোনো পথ নেই।

এক্সে প্রায় পাঁচ মিনিটের এক ভিডিওতে ডিস্যান্টিস বলেন, প্রচারণার মাঠে তিনি সবকিছু উজাড় করে দিয়েছেন। সাত মাসের নির্বাচনী প্রচারণা শেষে তিনি বলেন, ফল অনুকূলে আনতে যদি আমার কিছু করার থাকত, তাহলে আমি তা করতাম।

আইওয়ায় ৫১ শতাংশ ভোট নিয়ে জয়ের পরে ট্রাম্প স্পষ্টতই এগিয়ে রয়েছেন। ডিস্যান্টিস তাই ট্রাম্পকে সমর্থন করছেন। প্রতিদ্বন্দ্বীর সমর্থন পাওয়ার পর ডিস্যান্টিসকে চমৎকার ব্যক্তি উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি রনকে ধন্যবাদ জানাতে চাই। এই ভালো কাজটি করার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। তিনি আমাকে সমর্থন করেছেন। আমি এটার প্রশংসা করি এবং রনের সঙ্গে কাজ করার জন্যও মুখিয়ে আছি।

নির্বাচনে ডিস্যান্টিসের সরে যাওয়ার মধ্য দিয়ে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই এগিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে গত পাঁচটি অধিবেশনে (ট্রেডিং সেশন) ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ারের দাম দ্বিগুণের বেশি হয়েছে।

এদিকে রক্ষণশীল এই দলের সমর্থকদের কাছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রাম্বলের শেয়ারের দাম সোমবার ৩৩ শতাংশ বেড়ে ৪ ডলার ৭৭ সেন্টে উঠেছে। কোম্পানিটি মিডিয়া প্রতিষ্ঠান বারস্টুল স্পোর্টসের সঙ্গে অংশীদারি চুক্তির ঘোষণা দিয়েছে।

এছাড়া ২০২০ সালে ট্রাম্প যখন দ্বিতীয়বার নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন সফটওয়্যার ডেভেলপার কোম্পানি ফুনওয়্যারকে একটি অ্যাপ তৈরির কাজ দেয়া হয়েছিল। গত কয়েক দিনে সেই কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। তাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ। এতে তাদের তাদের শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৬ সেন্টে।

ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাম্পের মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়ার পর ২০২২ সালের মার্চ থেকে পুঁজিরবাজারে খুব একটা ভালো করছিল না। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্র–থ সোশ্যালের ঘোষণা দেয়া হয় ২০২১ সালে, এর পর থেকে নানা বিতর্কে জড়িয়েছে কোম্পানিটি।

ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিমন গত মাসে জানিয়েছে, ট্রাম্পের মিডিয়া গোষ্ঠীর সঙ্গে একীভূত হওয়ার সব প্রক্রিয়া চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে সম্পন্ন করা হবে। তবে সোমবার শেয়ারের মূল্যবৃদ্ধির পর কোম্পানিটির বাজার মূলধন ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এছাড়া রাম্বলের বাজার মূলধন ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার এবং ফুনওয়্যারের বাজার মূলধন ১২১ মিলিয়ন বা ১২ কোটি ১০ লাখ ডলারে উন্নীত হয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালানোর পর টুইটার থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি ট্রুথ সোশ্যাল নামের এক নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম গড়ে তোলেন। তবে তিনি গত বছরের আগস্টে এক্সে (সাবেক টুইটার) আবার যুক্ত হন।

Skip to content