Business Care News

Business News That Matters

Syed Alamgir

সৈয়দ আলমগীরের ‘কটলার অ্যাওয়ার্ড’ গ্রহণ, ছবি: সংগ্রহীত

‘কটলার অ্যাওয়ার্ড’ পেলেন সৈয়দ আলমগীর

কটলার ইমপ্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ‘মডার্ন মার্কেটিং কনক্লেভ-২০২৩’। প্রফেসর ফিলিপ কটলারের নামে বিশ্বের বিজনেস লিডারদের সম্মানিত করতে এবং তাঁদের অবদান আরও স্মরণীয় করতে দেওয়া হয় ‘কটলার অ্যাওয়ার্ড’।

entrepreneurship-training-program-banner

অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এফএমসিজি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীরকে ‘আইকনিক অ্যাচিভার অব দ্য ইয়ার ২০২৩’ হিসেবে ‘কটলার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

জাতীয় ও আন্তর্জাতিক বিপণনে সৈয়দ আলমগীরের অসামান্য অবদান ও সাফল্য রয়েছে। তাঁর উদ্ভাবিত ‘১০০ ভাগ হালাল’-এর ভাবনা দেশের এমনকি বিশ্বের মার্কেটিং গোষ্ঠীকে তাক লাগিয়ে দেয়। মার্কেটিং অধ্যাপক ফিলিপ কটলার তাঁর লেখা ‘প্রিন্সিপালস অব মার্কেটিং’ বইটিতে সৈয়দ আলমগীরের হালাল সাবানের কৌশলকে কেস স্টাডি হিসেবে অন্তর্ভুক্ত করেন।

তিনি উপমহাদেশের একমাত্র ব্যক্তি, যাঁর বিপণন-সাফল্য বইটিতে স্থান পেয়েছে। সৈয়দ আলমগীর বাংলাদেশে একমাত্র ব্যক্তি, যিনি ‘মার্কেটিং সুপারস্টার’ হিসেবে সম্মানিত হয়েছেন।

Skip to content