Business Care News

News That Matters

BEPZA

ছবি: বেপজা

কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা হবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে কাজুবাদাম প্রক্রিয়াজাত করে তা বিদেশে রপ্তানি করা হবে। এ লক্ষ্যে আজ রোববার রাজধানীর গ্রিন রোডে বেপজার নির্বাহী দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

entrepreneurship-training-program-banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে কাজুবাদাম প্রক্রিয়াজাত করে তা বিদেশে রপ্তানি করা হবে। এ লক্ষ্যে আজ রোববার রাজধানীর গ্রিন রোডে বেপজার নির্বাহী দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে কাজুবাদাম প্রক্রিয়াজাত করে তা বিদেশে রপ্তানি করা হবে। এ জন্য সেখানে একটি কারখানা স্থাপন করবে শতভাগ বাংলাদেশি কোম্পানি কাজী বাদাম লিমিটেড।

এ জন্য প্রায় ১৮০ কোটি টাকা বিনিয়োগ করবে কাজী বাদাম লিমিটেড। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি কাজুবাদাম কার্নেল ও কাজুবাদাম শেল লিকুইড উৎপাদন করবে। এ জন্য প্রায় ১ কোটি ৭২ লাখ মার্কিন ডলার বা ১৮০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১০৫ টাকা ধরে) বিনিয়োগ করবে তারা। এখানে কর্মসংস্থান হবে প্রায় ৪৯৪ জন বাংলাদেশি নাগরিকের।

কোম্পানিটি কাজুবাদাম প্রক্রিয়াজাত করে বছরে ১৩ হাজার ৫৯ টন কাজুবাদাম কার্নেল ও কাজুবাদাম শেল লিকুইড উৎপাদন করবে। বেপজা জানিয়েছে, বেপজা অর্থনৈতিক অঞ্চলে এটিই হবে কৃষিভিত্তিক প্রথম শিল্প।

এ লক্ষ্যে আজ রোববার রাজধানীর গ্রিন রোডে বেপজার নির্বাহী দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও কাজী বাদাম লিমিটেডের চেয়ারম্যান কাজী জাহিদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রায় ১ হাজার ১৩৮ একর জায়গায় স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত ২০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান শিল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ১১টিই বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে। বেপজা আশা করছে, চলতি বছরের মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হবে।

Skip to content