Business Care News

Business News That Matters

microsoft company building

Photo by Pixabay

বাজার মূলধনে মাইক্রোসফট এখন দ্বিতীয়

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন প্রথমবারের মতো তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ফলে এখন সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় তাদের স্থান বিশ্বে দ্বিতীয়। প্রথম অবস্থানে আছে আরেক মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

রয়টার্স জানিয়েছে, বছরের শুরু থেকেই মাইক্রোসফট ও অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা চলছে—কে কাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হবে। চলতি মাসের শুরুতে অ্যাপলকে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির খেতাব অর্জন করেছিল মাইক্রোসফট।

গত বুধবার মাইক্রোসফটের শেয়ারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে রেকর্ড ৪০৫ দশমিক ৬৩ ডলারে উঠে যায়। এর মধ্য দিয়ে কোম্পানিটির বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। তবে দিনের শেষ ভাগে দাম আবার কিছুটা কমে ৪০২ দশমিক ৫৬ ডলারে নেমে আসে।

ফলে তখন কোম্পানিটির বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের নিচে নেমে যায়। তখন কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৯৯ হাজার কোটি ডলার। কোম্পানিটির শেয়ারের দাম ৪০৩ দশমিক ৬৫ ডলার হলেই তাদের বাজার মূলধন ৩ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করে।

এদিকে গতকাল অ্যাপলের শেয়ারের দাম শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ১৯৪ দশমিক শূন্য ৫ ডলারে নেমে আসে। তারপরও তাদের বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের ওপরেই রয়েছে।

এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। মাইক্রোসফট ওপেন এআইতে বিপুল পরিমাণ বিনিয়োগ করে জেনারেটিভ এআই প্রযুক্তির জগতে অনেকটাই এগিয়ে আছে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন।

এআইয়ের জগতে গুগল, আমাজন, ওরাকল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের চেয়ে মাইক্রোসফট এগিয়ে আছে বলেই তাদের ধারণা। মাইক্রোসফট এখন তাদের সফটওয়্যারে ওপেন এআইয়ের প্রযুক্তি ব্যবহার করছে। একই সঙ্গে তাদের সার্চ ইঞ্জিন বিংয়েও তা ব্যবহার করা হচ্ছে। ফলে সার্চ ইঞ্জিনের জগতে তারা গুগলের চেয়ে এগিয়ে যাবে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন।

অন্যদিকে অ্যাপল এআইয়ের জগতে মাইক্রোসফটের পেছনে পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের হাতে এআই-সংক্রান্ত পরিষ্কার পথরেখা নেই এবং সেই সঙ্গে চীনে তারা যেভাবে প্রতিযোগিতার মুখে পড়ছে এবং অন্যান্য ফোন কোম্পানিগুলো যেভাবে এগিয়ে আসছে, তাতে অ্যাপলের ফোন বিক্রি অনেকটাই মার খেতে পারে।

এআই-ভিত্তিক আশাবাদের কারণে ২০২৩ সালে মাইক্রোসফটের শেয়ারের দাম ৫৭ শতাংশ বেড়েছে এবং চলতি বছর ইতিমধ্যে বেড়েছে আরও ৭ শতাংশ। গত বছর নানা ধরনের বাধাবিপত্তি সত্ত্বেও অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ৪৮ শতাংশ এবং চলতি বছর এখন পর্যন্ত বেড়েছে ১ শতাংশ।

রয়টার্স  বলেছে এমন ৫৪ জন বাজার বিশ্লেষকের ধারণা, চলতি বছর মাইক্রোসফটের শেয়ারের গড় দাম হতে পারে ৪২৫ ডলার। আগের মাসে তাঁদের পূর্বাভাস ছিল ৪১৫ ডলার। সেই সঙ্গে মাইক্রোসফটের শেয়ার কিনতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তাঁরা।

২০২২ সালের জানুয়ারিতে বৈশ্বিক পুঁজিবাজারে প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। এরপর গতকাল মাইক্রোসফট সেই মাইলফলক অর্জন করে।

Skip to content