দেশের ব্যাংকিং চ্যানেলে সব বৈদেশিক লেনদেন এখন কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন তদারকির আওতায় আনা হচ্ছে। বৈদেশিক লেনদেন সংক্রান্ত তথ্য ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেমের আওতায় সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা দেশে কার্যরত সব ব্যাংকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় করা লেনদেন ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে রিপোর্ট করে থাকে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেমের ‘মিডিয়াম অব ট্রাঞ্জেকশন’এর নতুন ফিল্ডে প্রতিবেদন গ্রহণ করতে হবে। চলতি বছরের ১ আগস্ট থেকে অনলাইন, পস, এটিএম ও কিউআর কোডের লেনদেন আইসিএমএসে অন্তর্ভুক্ত করতে হবে
Related Posts
The Journey of Political Rights and Civil Liberties in Bangladesh
Bangladesh’s Deadliest Natural Disasters: A Grim Chronicle of Nature’s Fury
Bangladesh’s Rising Military Power: A 2024 Snapshot