দেশের সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, প্রশাসনে ক্যাডার বৈষম্য যেন জিরোতে আসে সেই চেষ্টা করা হবে। এটা আমরা আগে থেকেই দেখার চেষ্টা করছি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সরকারের নতুন মেয়াদে কর্মসংস্থানের ওপর বেশি জোর থাকবে জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী বলেন, দেশে বেকারের সংখ্যা কমানো, অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে পাঠানোর জন্য দক্ষতা বাড়ানো হবে। প্রতিবছর ২০ লাখ মানুষের কর্মসংস্থান করার পরিকল্পনা আছে।
তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনের কর্মকর্তারা কাজ করবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। যোগ্যতার নিরিখে লোকবল নিয়োগ করা হচ্ছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবো। সরকারের রূপকল্প বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তারা কাজ করবে। আগামী ৫ বছরে কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের কাজ শেষ হলে সেই প্রকল্পের গাড়ি পরিবহণ পুলে জমা নেওয়া হবে। এর আগে এসব গাড়ি ফেরত দেওয়া হতো না। ব্যক্তিগতভাবে অনেকে ব্যবহার করতো। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রকল্পের তালিকা চাওয়া হবে।
Related Posts
The Journey of Political Rights and Civil Liberties in Bangladesh
Bangladesh’s Deadliest Natural Disasters: A Grim Chronicle of Nature’s Fury
Bangladesh’s Rising Military Power: A 2024 Snapshot