ন্যাশনাল সেন্টার ফর করপোরেট রিপোর্টিং (এনসিসিআর), ইন্দোনেশিয়া কর্তৃক প্রদত্ত সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। ব্যাংক এশিয়া টাওয়ারে অ্যাওয়ার্ডসহ ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, এনাম চৌধুরী, মো. আবুল কাসেম, আশরাফুল হক চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ডটি এর আগে এনসিসিআর কর্তৃক ইন্দোনেশিয়ায় একটি অনুষ্ঠানে প্রদান করা হয়েছিল।