ডেস্কটপের জন্য প্রথম উন্মুক্ত অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে চীন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অপারেটিং সিস্টেমটির নাম ওপেনকাইলিন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ। খবর রয়টার্স।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সম্প্রতি অপারেটিং সিস্টেমটি উন্মোচন করা হয়েছে। এটি মূলত বিদ্যমান লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর। ৪ হাজারের বেশি ডেভেলপার এটি তৈরিতে কাজ করেছে। মহাকাশ গবেষণা থেকে শুরু অর্থনীতি ও জ্বালানি খাতে এটি ব্যবহার করা হয়েছে
খাতসংশ্লিষ্টদের তথ্যের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ২০২২ সালে চীনের অপারেটিং সিস্টেমের বাজার ছিল প্রায় ১ হাজার ৫৫০ কোটি ইউয়ান বা ২১০ কোটি ডলার মূল্যের। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিমুক্ত কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশটির বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ওপেনকাইলিন সিস্টেম তৈরিতে কাজ করেছে বলেও জানা গেছে। এদের মধ্যে চীনের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে চায়না ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম বেশি সহায়তা করেছে।
Related Posts
Uber Technologies Inc.: Revolutionizing Transportation and Beyond
VMware: Pioneering the Virtualization Revolution
Capgemini: Unleashing Innovation and Transforming Industries