ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় সম্প্রতি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, মোহাম্মদ আসাদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শফিকুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক অলক কুমার বসু৷ আহসানুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নেতৃত্বে ২০১৩ সালে ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হয়। তিনি ১৯৯৩ সালে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হন। ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত ডিএসইর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ডিএসইর লেনদেনে যুগান্তকারী পরিবর্তন আনয়নে ১৯৯৮ সালে গঠিত ডিএসই অটোমেশন প্রক্রিয়া কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
Related Posts
The two-day Denim Expo in Dhaka will begin on Monday
বিজনেস কেয়ার এজেন্সির উদ্যোগে টোটাল ফিটনেস সেমিনার
অষ্টম জিএসইএ কনটেস্ট ২০২৪–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত