
বাণিজ্য মন্ত্রণালয়, ছবি: সংগ্রহীত
বেশি সময় কমিটিতে থাকার জন্য দেশের সব বাণিজ্য সংগঠনের জন্য নতুন সুবিধা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এত দিন বাণিজ্য সংগঠনগুলোর কমিটির মেয়াদ শেষ হলে বিভিন্ন কারণ দেখিয়ে ছয় মাস পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ ছিল। জাতীয় সংসদে এ আইন পাস হলে এখন সেই সুযোগ ছয় মাসের স্থলে হবে এক বছর।
গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন ২০২৩–এর খসড়াটি অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এত দিন ছিল বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১। ১৯৮৪ সালে তা একবার সংশোধন করা হয়। পরে ২০২২ সালে আইনটি নতুন করে বাংলা করা হয়। নতুন আইনে কিছু ধারা সংশোধনের জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) শেষে আজ মন্ত্রিসভায় তা চূড়ান্ত অনুমোদন পায়।