Business Care News

Business News That Matters

mask, costume, woman

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১৫৬: মৌন থাকার টেকনিক

প্রশ্নঃ মৌনতাকে অনেকে অহংকার বা বেয়াদবের মত চুপ করে থাকা ভাবে। কিন্তু সেই সময় কথা বলার মত কিছু আছে বুঝতে পারি না। মূলত আমি কথা কম বলি। এ বিষয়ে আমার শ্বশুরবাড়িতে বেশ ভুল বোঝাবুঝি হয়। এর কী সমাধান হতে পারে? ইদানিং কথা বলার পরিমাণ বাধ্য হয়ে বাড়িয়েছি। কিন্তু সেগুলো আমার কাছে শুধুই কথার অপচয় বলে মনে হয়।


উত্তরঃ এ ক্ষেত্রে টেকনিক সহজ। এরপর থেকে আপনি বেশি কথা না বলে যে কথা বলতে এসেছে তাকে দিয়ে কথা বেশি বলান। কারণ প্রত্যেক মানুষই শোনার চেয়ে বলতে পছন্দ করে। কিন্তু আপনি যেহেতু কথা কম বলেন, অতএব এটা আপনার একটি শক্তি। যেই আসবে, আপনাকে প্রশ্ন করলে, খানিকটা বলে আপনি তারপর পাল্টা প্রশ্ন করুন। সে ঐ কথা বলতে বলতে তাকে আর একটা পয়েন্ট ধরিয়ে দেন। যাতে সে বলতেই থাকে। আপনি শুনতেই থাকেন। দেখবেন কিছুদিনের মধ্যেই শ্বশুরবাড়িতে আপনার কদর বেড়ে গেছে। কারণ বেশির ভাগ মানুষই বলতে চায়, শুনতে চায় খুব কম মানুষ। আপনি আপনার এই গুণটাকে ইতিবাচকভাবে ব্যবহার করেন।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content