Business Care News

News That Matters

business, businessman, business card

টুইটার লাগাম টানছে টুইট বার্তা দেখায়

তথ্য চুরি, অপব্যবহার ও সিস্টেমের সমস্যা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। ফলে ব্যবহারকারীরা প্রতিদিন কী পরিমাণ টুইট বার্তা দেখবে সেটিও নিয়ন্ত্রণ করবে প্লাটফর্মটি। সম্প্রতি দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন নির্বাহী চেয়ারম্যান ইলোন মাস্ক। খবর রয়টার্স।

টুইটে দেয়া বার্তায় তিনি জানান, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো এখন থেকে প্রতিদিন ছয় হাজার পোস্ট পড়তে পারবে। অন্যদিকে যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড নয় সেগুলো প্রতিদিন ৬০০ পোস্ট ও নতুন অ্যাকাউন্ট ৩০০ পোস্ট দেখতে পারবে। তবে পরবর্তী সময়ে এ সংখ্যাগুলোয় পরিবর্তন আনা হয়। নতুন পরিবর্তন অনুযায়ী ভেরিফায়েড অ্যাকাউন্ট দৈনিক ১০ হাজার পোস্ট, ভেরিফায়েড নয় এমন অ্যাকাউন্ট এক হাজার ও নতুন অ্যাকাউন্ট ৫০০ পোস্ট দেখতে পারবে।

আগে দেয়া এক ঘোষণায় টুইটার জানিয়েছিল, পোস্ট দেখতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থাকতে হবে। মাস্ক এটিকে স্বল্পকালীন জরুরি ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন। মাস্ক জানান, সবার জন্য সব টুইট উন্মুক্ত থাকায় কয়েকশ কোম্পানি প্লাটফর্ম থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে। যা ব্যবহারকারীর অভিজ্ঞতায় প্রভাব ফেলছে

Skip to content