প্রশ্নঃ আমার মা-বাবাকে আমিই প্রথম ভুল বুঝি, তারপর তারাও ভুল বোঝেন। সেই শৈশব থেকে ২১ বছর পর্যন্ত খালি মেরেছে কথা শুনতাম না বলে। ভেতরে বড়ই ব্যথা। আমি বুঝতে পারি না, দোয়া করবেন।
উত্তরঃ এটা দুঃখজনক যে, ২১ বছর বয়স পর্যন্ত আপনি শুধু মারই খেয়েছেন। যদিও বলেছেন, কথা শুনতেন না বলে মার খেয়েছেন। যা-ই হোক, সবকিছুর পরও মা-বাবা মানে মা-বাবাই। মা-বাবা যেদিন থাকবেন না, সেদিন যত কষ্টই থাকুক, ‘মা’ বলে বা ‘বাবা’ বলে আর কাউকে ডাকতে পারবেন না। আর মা-বাবা হয়তো আপনার ভালোর জন্যেই এমনটি করেছিলেন। বুঝতে পারেন নি যে, পদ্ধতিটা ভুল।
কিন্তু আপনি মা-বাবাকে ভালবাসেন ও মা-বাবার প্রতি একটা দুর্বলতা আছে বলেই আপনার ভেতর ব্যথা। অতএব ক্ষমা করে দিন এবং তাদের জন্যে দোয়া করুন, মেডিটেশনে তাদেরকে গভীর মমতায় অনুভব করার চেষ্টা করুন, কান্না এলে তাদের জন্যে কাঁদুন। তাহলেই দেখবেন, আপনার ভেতরের ব্যথা চলে গেছে।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড