প্রশ্নঃ বাঙালি মস্তিষ্ক যে খুব ভালো মস্তিষ্ক এটা বলা হয়েছে সবসময়। একটা সময় তো প্রবাদ ছিল যে, ‘হোয়াট বেঙ্গল থিংকস টুডে রেস্ট অব ইন্ডিয়া থিংকস টুমরো’-‘বাংলা আজকে যা চিন্তা করে ভারত তা চিন্তা করে আগামী কাল’। তো এই ভালো মস্তিষ্ক থাকার পরেও আমরা কেউ ব্যবহার করতে পারছি, কেউ পারছি না কেন? কারণটা কী?
উত্তরঃ এই কারণটাকে যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি আপনার ব্যর্থতার কারণকে, আপনার অসচ্ছলতার কারণকে, আপনার ঋণগ্রস্ত হওয়ার কারণকে বের করতে পারবেন।
যারা মস্তিষ্কের অফুরন্ত ক্ষমতাকে ব্যবহার করতে পারছে না, তারা পারছে না তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে। এরা নিজের ব্যর্থতার জন্যে অন্যকে দোষারোপ করে—যে, অমুকের কারণে আমি ব্যর্থ। অমুকে আমাকে একটা চাকরি দিতে পারত, চাকরি দেয় নি, অমুকে আমাকে সহযোগিতা করে নি। অথচ নিজে যে অলস সময় কাটাচ্ছে সেটা যেন কোনো দোষ নয়। সে সবসময় ক্ষুব্ধ থাকে—এটা পেলাম না, ওটা পেলাম না। এটা হলো না, ওটা হলো না। কিন্তু হওয়ার জন্যে যা দরকার তা-ও করার উদ্যোগ নেয় না। ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে সে হতাশা ও হীনম্মন্যতায় ভুগতে শুরু করে এবং তাদের জীবনে কোনো শুকরিয়া নেই।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড