Business Care News

News That Matters

Bank, deposit, vintage

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ৭১ঃ সুদমুক্ত জীবনযাপন

প্রশ্নঃ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। আমার লক্ষ্য একজন ব্যাংকার হওয়া। কিন্তু ব্যাংকিং সেক্টর পুরোপুরি সুদের ভিত্তিতে চলে। আমি সুদমুক্ত জীবনযাপন করতে চাই। এক্ষেত্রে আমার করণীয় কী?


উত্তরঃ এর বিস্তারিত উত্তর আমরা আগের প্রশ্নে দিয়েছি। আসলে বর্তমান বিশ্বের অর্থনীতি হচ্ছে সুদভিত্তিক। তাই আপনি যতই চান সুদমুক্ত জীবনযাপন করতে, তা সম্ভব নয়। যেমন, আমরা বাজার থেকে চাল কিনি। যে ব্যবসায়ী বিদেশ থেকে চাল আমদানি করছে, সে চাল আনছে ব্যাংকের মাধ্যমে। ব্যাংক তাকে টাকা দিচ্ছে সুদের ভিত্তিতে। বাজারে আমাদের কাছে চাল বিক্রি করে সে ওই টাকা পরিশোধ করছে।

অতএব বাস্তববাদী হতে হবে। খন্ডিতভাবে জীবনযাপন করা যায় না। দৃষ্টিটাকে আরো বিস্তৃত করতে হবে। বাস্তবতা হচ্ছে, আপনি যে পেশাতেই থাকেন না কেন, যতক্ষণ পর্যন্ত বিশ্বে সুদমুক্ত অর্থনীতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারো পক্ষে সুদমুক্ত জীবনযাপন করা সম্ভব নয়।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content