Business Care News

News That Matters

equality, male, female

Photo by Pixabay

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ২৬১: মেয়েদের নিজের পরিচয় সৃষ্টি

প্রশ্নঃ আপনি বলেছেন, একটা মেয়েকে নিজের পরিচয় সৃষ্টি করতে হবে। কিন্তু সব পুরুষই চায়, স্ত্রী স্বামীর নাম-পরিচয়ে চলুক। খুব কমই তার স্ত্রীর স্বকীয়তার প্রতি অভিনন্দন জানায়। এ ব্যাপারে কী করণীয়?


উত্তরঃ স্বকীয়তা জোর করে আনা যায় না, স্বকীয়তাকে বিকশিত করতে হয়। আর অধিকার কেউ কাউকে দেয় না। আপনার নিজের গুণকে বিকশিত করুন। আপনাকে কেউ চাপা দিয়ে আটকে রাখতে পারবে না, আপনি বিকশিত হবেনই। আগুনকে কেউ ছাইচাপা দিয়ে আটকে রাখতে পারে না। সময় এবং সুযোগই এমনভাবে আসবে যে, আপনি বিকশিত হবেন।

মূল: প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content