প্রশ্নঃ নারীদের প্রতি সম্মান, বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং বিবাহবিচ্ছেদের ব্যাপারেও নারীদের অগ্রাধিকার। সবকিছু মিলিয়ে পুরুষের চেয়ে নারীরাই কি ঊর্ধ্বে?
উত্তরঃ প্রত্যেকটা ব্যাপারে পুরুষের যে-রকম অধিকার রয়েছে, নারীরও একই রকম অধিকার রয়েছে। যখন বিয়ে হবে—একজন প্রস্তাব দেবে, একজন গ্রহণ করবে। হয় নারীকে প্রস্তাব দিতে হবে অথবা নারী প্রস্তাব গ্রহণ করবে। হয় পুরুষকে প্রস্তাব দিতে হবে বা পুরুষ প্রস্তাব গ্রহণ করবে। ব্যাপারটা খুব সহজ। এখানে ঊর্ধ্বে বা নিচু কিছু নাই। নারী এবং পুরুষ পরস্পর পরস্পরের পোশাক। অর্থাৎ পরস্পর পরস্পরের পরিপূরক।