Business Care News

Business News That Matters

disagreement, conflict

Photo by Pixabay

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ২৬৪: পরিবারে মতপার্থক্য

প্রশ্নঃ নিজের চিন্তা-চেতনার সাথে পরিবারের অন্য সদস্যদের মতপার্থক্য থাকলে কীভাবে সুসম্পর্ক রক্ষা করা যায়?


উত্তরঃ চেতনাগত পার্থক্য আর মতপার্থক্য দুটো ভিন্ন বিষয়। চেতনা বিশ্বাসের ব্যাপার। কিন্তু মতপার্থক্য বিশ্বাসের ব্যাপার নয়। মতভেদ চেতনা নিয়ে, নাকি ছোটখাটো বিষয় নিয়ে, তা আপনাকে শনাক্ত করতে হবে। যেমন, আপনার স্ত্রী যদি বলেন কাউকে খুন করে অর্থ নিয়ে আসতে হবে, তখন আপনাকে তা অগ্রাহ্য করতে হবে।

কিন্তু তিনি যদি বলেন ঘরের অমুক আসবাবটা এভাবে রাখতে হবে, তখন আপনি তা মেনে নিন। অর্থাৎ চেতনার ব্যাপারে ছাড় দেয়া যায় না, কিন্তু পছন্দ-অপছন্দের ব্যাপারে ছাড় দেয়া যায়।

মূল: প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content