Business Care News

Business News That Matters

goal, success

Photo by Pixabay

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ২৬৭: জীবনের লক্ষ্য বলতে কী বোঝায়?

প্রশ্নঃ জীবনের লক্ষ্য বলতে কী বোঝায়?


উত্তরঃ জীবনের মূল লক্ষ্য হলো পৃথিবীতে মানুষ হিসেবে আমার আগমনকে অর্থবহ করা। আর তার উপায় হলো নিজেকে জিজ্ঞেস করা যে, কেন এসেছি আমি, কী করতে চাই। একটাই তো জীবন। জীবনটাকে কীভাবে উপভোগ করতে চাই, সময়টাকে কীভাবে ব্যয় করতে চাই, চারপাশের মানুষের কাছ থেকে আমি কী চাই? তাদেরকে কী দিতে চাই? এ প্রশ্নগুলোর উত্তরই হচ্ছে জীবনের লক্ষ্য। এর আরো সহজ উপায় হচ্ছে—মিডিয়ায় নিজের মৃত্যু-সংবাদ কীভাবে দেখতে চাই, শুনতে চাই সেটাকে অবলোকন করা। কারণ একজন কীর্তিমান মানুষের মৃত্যু-সংবাদেই থাকে তার জীবনের সব অবদানের কথা।

মূল: প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content