Business Care News

News That Matters

casino, poker, games

Photo by Pixabay

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ২৬৮: সেকেন্ডারি শেয়ার জুয়াবাজারি

প্রশ্নঃ শেয়ার বাজারের প্রতি আমার কখনো আগ্রহ ছিল না। তবে সেদিন কৌতূহলবশত একটা প্রাইমারি শেয়ারের জন্যে আবেদন করেছি এবং সেটা পেয়েও গেছি। এখন এটা নিয়ে কী করতে পারি?


উত্তরঃ প্রাইমারি শেয়ার কিনতে পারেন। আমরা আসলে সতর্ক করছি সেকেন্ডারি শেয়ারের ব্যাপারে যেখানে জুয়াবাজারের মতোই শেয়ারের দাম বাড়ানো-কমানো হয় শুধু বিশেষ কয়েকজনকে লাভবান করার উদ্দেশ্যে। কিন্তু প্রাইমারি শেয়ারের ব্যাপারটা এরকম নয়। একটা ভালো কোম্পানির প্রাইমারি শেয়ার যদি আপনি কেনেন, এখান থেকে আপনি লাভ পাবেন। বোনাস শেয়ারও পেতে পারেন। আবার বেশ কয়েকদিন নিজের কাছে রেখে পরে আপনি চাইলে তা বিক্রিও করে দিতে পারেন। সেকেন্ডারি শেয়ারের মতো এটা জুয়াবাজারি নয়।

মূল: প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content