Business Care News

News That Matters

people, hand, male

Photo by Pixabay

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ২৭০: সৎ লেনদেনের দ্বিপাক্ষিক সম্পর্ক

প্রশ্নঃ বর্তমান সময়ে দেখা যায় যে, পারস্পরিক লেনদেনে দ্বিপাক্ষিক সম্পর্কে জড়াতে হয়। যার জন্যে অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। এ অবস্থায় একজন সৎ মানুষ হিসেবে আমার করণীয় কী?


উত্তরঃ একজন সৎ মানুষ শক্তিহীন, যদি না সামগ্রিক সিস্টেম সৎ হয়, যথাযথ হয়। কারণ, সমাজের অধিকাংশ মানুষই যখন অসৎ তখন বিচ্ছিন্ন সৎ মানুষটিই হয়ে পড়ে কোণঠাসা, নিঃসঙ্গ। তার সততা, আদর্শকে বাস্তবায়িত করা হয় কঠিন। আরেকজন চোখের সামনে অন্যায় করে গেলেও তাকিয়ে দেখা ছাড়া তার আর কিছু করার থাকে না। সমাজের অধিকাংশ মানুষই যখন দুর্নীতি, বিনাশ্রম উপার্জনে নিমজ্জিত, তখন ঘুষ/ উপরির লেনদেন চলে প্রকাশ্যেই। কিন্তু যখন অধিকাংশ মানুষই ছিলো সৎ, তখন অন্যায় হতো গোপনে। তাই সৎ মানুষের সংখ্যা বাড়াতে হবে। সৎ মানুষের সংখ্যা যত বাড়বে, যত তারা সঙ্ঘবদ্ধ হবে, যত তারা দক্ষ হবে তত দ্রুত সমাজ বদলাবে। সিস্টেম বদলাবে। সম্ভব হবে ন্যায় ও নৈতিকতার বাস্তবায়ন।

মূল: প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content