Business Care News

News That Matters

bank, card, online payment

Photo by Pixabay

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ২৬৯: ঋণ নিয়ে আপনি কি কখনো উপকৃত হবেন?

প্রশ্নঃ দেশ-বিদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান ব্যাংক ঋণের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তাছাড়া ব্যাংকের ওপর যে-কোনো দেশের অর্থনৈতিক কাঠামো অনেকাংশে নির্ভরশীল। এ অবস্থায় ব্যাংকিং প্রথা নিরুৎসাহিত করে বিশ্ব অর্থনীতিকে কোন পদ্ধতিতে চলার পরামর্শ দেবেন?


উত্তরঃ আমি কিন্তু ব্যাংকিং নিরুৎসাহিত করি নি। আমি বলছি ঋণ নিয়ে আপনি কখনো উপকৃত হবেন না—সেটা ব্যাংক লোন, ক্ষুদ্রঋণ বা ক্রেডিট কার্ড যা-ই হোক। ঋণ থেকে যত দূরে থাকবেন তত আপনি ভালো থাকবেন। আর ব্যাংক কীভাবে চলল সেটা ব্যাংকের ব্যাপার। আপনি ঋণ না করলেই হলো!

মূল: প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content