Business Care News

Business News That Matters

ai generated, girl, crying

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১০০: বিয়ে না হওয়া নিয়ে মেয়ের কষ্ট

প্রশ্নঃ আমার মা আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছে এবং সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাচ্ছে। আমার অপরাধ-আমি মেয়ে এবং আমার বিয়ে হচ্ছে না। কারণ আমি দেখতে কালো এবং বয়স অনেক হয়ে গেছে। আমি খুব মনঃকষ্টে আছি, প্রতিরাতে কান্নাই আমার সঙ্গী।


উত্তরঃ আসলে বিয়ে না হওয়া নিয়ে আমাদের অনেক মা-বাবাই খুব আবেগপ্রবণ হয়ে যান। অথচ এটা বোঝেন না যে, বিয়ে না হওয়া নিয়ে মেয়ের কষ্ট কিন্তু তার মা-বাবার চেয়ে কম নয়। আর বিয়ে করতে চাওয়ার পরও বিয়ে না হওয়া তো মেয়েটির দোষ নয়। এজন্যে তাকে লাঞ্ছনা-গঞ্জনা দেয়া মানে তাকে রীতিমতো নির্যাতন করা। আর মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করা খুব অমানবিক এবং অবিবেচনাপ্রসূত। কারণ ১৪০০ বছর আগেই আল্লাহর রসুল নারীকে দিয়েছেন সম্পত্তির অধিকার।

এখন প্রতিরাতে কান্না করে কোনো লাভ নেই। মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে নিজের পরিচয় সৃষ্টি করুন। স্বাবলম্বী হোন। তা হলেই আপনি সম্মানের স্থানে যেতে পারবেন। আর তেমন প্রস্তাব এলে বিয়ের ব্যাপারে গড়িমসি করবেন না। প্রতিদিন বিয়ের মনছবি করতে ভুলবেন না।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content