প্রশ্নঃ আমি যেখানে যাই, যাদের সঙ্গে মিশি সবাই আমাকে খুব পছন্দ করে এবং আমার ভালো ব্যবহারের কথা বলে। শ্বশুরবাড়িতেও আমি খুব প্রিয়। কিন্তু আমার স্বামী আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। অথচ আমাকে সে পছন্দ করেই বিয়ে করেছিল। বাচ্চাদের সাথেও আচরণ একই। এদিকে আমাকে সবাই অবিবাহিত মনে করে। আমার স্বামীর সমস্যাটা কী?
উত্তরঃ সমস্যাটা কিন্তু আপনার মধ্যে। এই যে সবাই আপনাকে অবিবাহিত মনে করে, তার মানে আপনার আচরণের জন্যেই এমনটা হচ্ছে। আর এতেই হয়তো আপনার স্বামীর মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে, কখন আবার কী হয়! স্বামীর সাথে যেভাবে এপ্রোচ হওয়া দরকার, সেটা আপনি বুঝতে পারছেন না। স্বামীকে কমান্ড সেন্টারে নিয়ে আসুন। আপনার অবস্থান তাকে বোঝান। আর নিজেকে পর্যালোচনা করার চেষ্টা করুন স্বামী কেন খারাপ ব্যবহার করে, আপনার দোষটা কোথায়? অন্তর্গুরুকে জিজ্ঞেস করুন। অন্তর্গুরু বলে দেবেন। দেখবেন, আপনি সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড