![fantasy, portrait, fantasy portrait](https://mlnqo4rbfmn3.i.optimole.com/w:auto/h:auto/q:mauto/f:best/https://businesscare.news/wp-content/uploads/2023/09/fantasy-portrait-fantasy-portrait-4520866.jpg)
প্রশ্নঃ সাইকি পাওয়ারটাকে আমরা আমাদের বাস্তব জীবনে কীভাবে কাজে লাগাতে পারি?
উত্তরঃ দৈনন্দিন জীবনে সাইকি পাওয়ারটাকে যত কম কাজে লাগান, তত ভালো। এটা বড় কাজের জন্যে ব্যবহার করবেন। যেমন এখান থেকে বেরিয়ে রিকশা পাব কি না একটু দেখে নিই—এটার জন্যে যদি কমান্ড সেন্টারকে ব্যবহার করতে যান তাহলে কী হবে?
ইএসপি-কে বড় কাজের জন্যে ব্যবহার করবেন। যেমন, একটা বিজনেস ডিল—সেখানে কী স্ট্র্যাটেজি নেবেন, সে কী বলতে পারে, আর আপনি তখন কী বলবেন, ইত্যাদি।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড