Business Care News

News That Matters

people, girl, female

প্রশ্নোত্তর সিরিজ – পর্ব ১২৫: পোশাকের ক্ষেত্রে দামের সীমা কি?

প্রশ্নঃ মেয়েদের পোশাকের ক্ষেত্রে দামের কোনো সীমা কি নির্ণয় করা উচিত? সেটা কত হতে পারে? আমার যদি কোনো পোশাক খুব পছন্দ হয় এবং আমি বুঝি, আমি সেটা বহুদিন ধরে বহুবার খুব এপ্রিশিয়েট করে ব্যবহার করবো, তাহলে কি একটু দাম দিয়ে হলে আমি সে পোশাক কিনতে পারি? রেস্টুরেন্ট বা পোশাকের খরচ একটা নির্দিষ্ট সীমার বেশি হলে মোট খরচের একটা নির্ধারিত অংশ আমরা মাটির ব্যাংকে দেই। এটা কি ভালো করছি, নাকি নিজের অপচয়কে গ্রহণযোগ্য করার চেষ্টা করছি?


উত্তরঃ পোশাক আসলে সবসময় স্থান-কাল এবং ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হওয়া উচিত অর্থাৎ সামাজিক এবং পেশাগত অবস্থানের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতে হবে। যখন যেখানে অবস্থান করছেন বা যাচ্ছেন তার সঙ্গে মানানসই হওয়া উচিত। যেমন, বিয়েবাড়ির সাজ আর মৃতের বাড়িতে যাওয়ার সাজ-পোশাক সঙ্গত কারণেই আলাদা হবে। আবার কাঁচাবাজারে যাওয়ার পোশাক আর টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণের পোশাক অবশ্যই এক হবে না। এই স্থান-কাল বিবেচনায় রুচিসম্মত পোশাক সে দামেই কেনা উচিত যা যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য, যা অযৌক্তিকভাবে চড়া দামের নয় এবং লোক দেখানো বা ফুটানি করার জন্যেও নয়।

তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড

Skip to content