
প্রশ্নঃ আমার কন্যা সন্তানের বয়স তিন বছর ১১ মাস। সে প্রায় সারা বছরই অসুস্থ থাকে। বয়স অনুযায়ী তার ওজন এবং উচ্চতা খুবই কম। আমি আমার সন্তানের সাথে খুবই দুর্ব্যবহার করি। এতে আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে। আমি চেষ্টা করি, তারপরও রাগ কমাতে পারি না। দোয়া করবেন।
উত্তরঃ আগে তো আপনাকে রাগ কমাতে হবে, তাহলে আমার দোয়া কাজে লাগবে। আর মাঝে মাঝে কেন, এ বয়সী সন্তানের সাথে দুর্ব্যবহার করার পর মুহূর্তেই তো খারাপ লাগা উচিত। তিন বছর ১১ মাস যে বাচ্চার বয়স, সেই বাচ্চার সাথে দুর্ব্যবহার করে লাভটা কী? সে কি বোঝে ব্যবহার কী আর দুর্ব্যবহার কী? বরং আপনার এই দুর্ব্যবহারটাকেই সে মনে করছে ভালো ব্যবহার এবং বড় হয়ে সে আপনার সাথে এই ব্যবহারই করবে, এই ভাষাতেই কথা বলবে। কারণ বাচ্চারা যা করতে দেখে, সেটাই করে। আর সে যেহেতু কন্যাসন্তান, সে আপনাকেই অনুসরণ করবে। তাই সবসময়ই তার সাথে সুন্দর আচরণ করবেন। মমতা দিয়ে তাকে উদ্বুদ্ধ করবেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড