প্রশ্নঃ আমি চাই আমার স্ত্রী ও মায়ের মধ্যে সুসম্পর্ক থাকুক। কিন্তু আমার মায়ের আচরণের কারণে আমার স্ত্রী মাঝে মাঝে খুব বেশি খেপে যায়। এ-ক্ষেত্রে আমার কী করণীয়?
উত্তরঃ অনেক পুরুষেরই এরকম উভয়সংকট হয়ে থাকে। এ-ক্ষেত্রে আপনাকে কুশলী হতে হবে। স্ত্রীকে বোঝান, মায়ের পরে কর্তৃত্ব তো তোমারই। অতএব যতদিন তিনি বেঁচে আছেন, তার আচরণকে ক্ষমাসুন্দর চোখে দেখার চেষ্টা করো। নিজের মায়ের মতো তার সেবাযত্ন করো। আর মা এখন যা করছেন, এই একই আচরণ হয়তো একসময় পুত্রবধূ হিসেবে তার শাশুড়ির কাছ থেকে তিনি পেয়েছেন। তারই প্রতিক্রিয়া এটি।
আধুনিক শিক্ষার আলোবঞ্চিত একজন মানুষের এ আচরণকে ক্ষমার দৃষ্টিতে দেখার দায়িত্ব আমাদেরই বেশি—এভাবে স্ত্রীকে বোঝান। প্রয়োজনে আপনার মায়ের হয়ে তার কাছে ক্ষমা চান। কিন্তু স্ত্রীর সাথে রাগারাগি করবেন না। আর আপনার মায়ের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবেন। আপনি যত ভালো ব্যবহার করবেন, তিনি তত আশ্বস্ত হবেন যে, ছেলে তারই আছে। তিনিও তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে সচেষ্ট হবেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড