
প্রশ্নঃ আমি একটা ই-মেইল পেয়েছি যাতে ফ্রাঙ্ক দুয়েজ নামে এক ব্যক্তি নিজেকে লন্ডনের একটি ব্যাংকে কর্মরত একজন ফিনান্সিয়াল এক্সপার্ট পরিচয় দিয়ে আমাকে বলছে, এ বছর বার্ষিক অডিটিংয়ের সময় সে তাদের ব্যাংকের এমন একজন গ্রাহকের একটা গোপন একাউন্ট খুঁজে পেয়েছে যিনি সম্প্রতি মারা গেছেন। যেহেতু গ্রাহকের পরিবার বা বন্ধুদের কেউই এর কথা জানে না, অতএব ৫২ মিলিয়ন ৯৫৪ হাজার পাউন্ডের এ বিশাল অঙ্কের ডিপোজিটের অর্ধেক মালিকানা সে আমাকে দিতে চায়। কারণ ব্রিটিশ আইন অনুযায়ী এ টাকার অংশীদার হতে হলে তাকে একজন বিদেশি হতে হবে। গুরুজী, ই-মেইলটা পড়েই আমার কাছে মনে হয়েছে ভুয়া। তবুও সবাইকে সচেতন করার জন্যে আপনার মাধ্যমে জানালাম।
উত্তরঃ আপনাকে ধন্যবাদ। জানালাম সবাইকে। এ ধরনের ই-মেইল পেলে সাথে সাথে সেটাকে ডিলিট করে দেবেন। ভালো হয় যদি এ জাতীয় ই-মেইলগুলো স্প্যাম বক্সে আপনা-আপনি চলে যায় সে ব্যবস্থা করেন।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড