![lady, time, clock](https://mlnqo4rbfmn3.i.optimole.com/w:auto/h:auto/q:mauto/f:best/https://businesscare.news/wp-content/uploads/2023/10/lady-time-clock.jpg)
প্রশ্নঃ তিন ছেলেকে বিয়ে করিয়েছি, তিন বউ তিন রকম। বড় ছেলের বউ কথা বা কাজ পছন্দ না হলে কথা বলে না, অভিমান করে। দ্বিতীয় বউ কোনো সমস্যা হলে ছেলেকে গালি দেয় ও আমার সাথে কথা বলে না। তারা ঘরে অশান্তির সৃষ্টি করে, আমি কী করতে পারি?
উত্তরঃ ছেলে যদি তার বউয়ের গালি হজম করতে পারে, তাহলে সেখানে আপনার আর কিছু না বলাই ভালো। অর্থাৎ বউ তার সাথে কী ব্যবহার করছে বা সে তার বউয়ের সাথে কী ব্যবহার করছে, এখন এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার।
আমাদের অনেক মা ছেলেকে বিয়ে করানোর পরও মনে করেন, ছেলে এখনো নাবালক রয়েছে, এখন ছেলে বউ নিয়ে বাইরে যাবে কি যাবে না—এটা যদি মা-বাবাকে জিজ্ঞেস করতে হয়, তাহলে তো ঝামেলা হবেই। বউয়ের গালি খেতে যদি ছেলের অসুবিধা না হয়, তাতে আপনার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই।
একটা বয়সের পর অনেক কিছু ছেড়ে দিতে হয়। যদি ছেড়ে দিতে পারেন, আপনি ভালো থাকবেন। অনেক বুদ্ধিমান মা-বাবা সন্তানকে বিয়ের আগেই আলাদা ফ্ল্যাট দিয়েছেন। আসলে সমস্যা তো শুরু হয় চাবি ধরে রাখতে চাওয়া নিয়ে। এর প্রয়োজন নেই। আপনি চাবি নিয়ে তো কবর পর্যন্ত যেতে পারবেন না।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড