
প্রশ্নঃ ইসলামের সাথে কোয়ান্টামের কোনো মতবিরোধ আছে কী? নাচ গান অভিনয়কে সাপোর্ট দেয়া হয় কেন?
উত্তরঃ নাচ, গান বা অভিনয় কী কাজে লাগানো হচ্ছে এটা গুরুত্বপূর্ণ- এটা আপনাকে স্রষ্টার দিকে আকর্ষণ করে, না স্রষ্টা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা যে মিউজিক ব্যবহার করি এটা কি আপনার মনকে প্রশান্ত করে, না মনকে শয়তানের মতো অস্থির করে তোলে, অশান্ত করে। ইসলামে সেই জিনিসটা হারাম- যেটা আপনার জন্যে ক্ষতিকর, আর সেই জিনিসটা হালাল- যেটা আপনার জন্যে কল্যাণকর।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড