প্রশ্নঃ অনেকে বলে, প্রাচুর্য এলে মানুষ আল্লাহকে ভুলে যায়, এটা কি ঠিক?
উত্তরঃ দারিদ্রও কুফরের কাছাকাছি, অভাবও কুফরের কাছাকাছি। আপনার যদি খাবারের ব্যবস্থা না থাকে তাহলে তো নামাজেও মন বসবে না। আসলে যে আল্লাহকে ভুলে যাওয়ার, সে প্রাচুর্য এলেও ভুলে যাবে, দরিদ্র থাকলেও ভুলে যাবে। সব দরিদ্র ব্যক্তি কি আল্লাহকে সবসময় স্মরণ করছে? তাই প্রাচুর্য এলে আল্লাহকে ভুলে যায়—কথাটি সবক্ষেত্রে প্রযোজ্য নয়।
তথ্যসূত্রঃ প্রশ্নোত্তর | কোয়ান্টাম মেথড